চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের আয়োজনে ‘একসাথে ইফতার’ অনুষ্ঠিত


March 2025/Chattogram 0709.jpg

চট্টগ্রাম সিটির আগ্রাবাদে প্রাকৃতিক পরিবেশে রুফটপ রেস্টুরেন্টে এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচভিত্তিক সংগঠন চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের উদ্যোগে একসাথে ইফতার শনিবার (২২শে মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

গ্রুপটি ২০১৯ সালের ১৬ আগস্ট গঠন করার পর থেকে ব্যাচমেট বন্ধু-বান্ধবীদের মাধ্যমে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালীন বস্ত্র বিতরণ, মাদ্রাসায় আসবাবপত্র দান, গরীব শিশুদের ঈদ উপহার বিতরণ, অটিজম স্কুলে শিক্ষা সামগ্রী সরবরাহ, করোনাকালীন ত্রাণ সরবরাহসহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। ভবিষ্যতেও তাদের কল্যাণমুখী কাজ একসাথে মিলে করে যাবেন বলে জানান গ্রুপটির সদস্য ফোরকান রাসেল।

সদস্য হাসান আয়েশা জানান, বন্ধু-বান্ধবীরা মনমানসিকতা এক করে ভালো কাজ করে যাওয়া তাদের উদ্দেশ্য।

সদস্য সাবরিনা সাবা জানান একতাবদ্ধ হয়ে চললে ভালো কাজ সহজে করা যায়

‘ব্যাচমেট বন্ধুবান্ধবীদের নিয়ে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে কাজ করার জন্য এই ইফতার মাহফিলের আয়োজন।’ বলেন সদস্য মো. সাজু।

গ্রুপের সদস্য মাজিদ বলেন, ‘বন্ধু-বান্ধবীদের এক সাথে নিয়ে ভালো কাজগুলো করা তাদের লক্ষ্য। এই একসাথে ইফতার আয়োজনে একে অপরকে চিনতে ও জানতে পারে যা বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে যেকোন সমাজসেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সহযোগিতা করে।’

এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ গ্রুপ বাংলাদেশসহ সারা বিশ্বে তাদের ব্যাচমেটরা ছড়িয়ে ছিটিয়ে। তাদের সামাজিক কাজ গুলো দেশের তরে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×