সিলেটে ঈদের আমেজ, যানজটে ভোগান্তি চরমে


March 2025/Sylhet Eid Traffic.jpg

সিলেটে ঈদের নয় দিন বাকি থাকলেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে দীর্ঘ যানজতের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নগরে ঈদের শপিং করতে আসা ক্রেতাদের উপচে পড়া ভীড়ে আমেজের কেন্দ্রে পরিণত হয়েছে নগরী।

রোববার (২২ মার্চ) সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক জিন্দাবাজার, মদিনা মার্কেট, আম্বরখানা, বন্দরবাজারে দেখা যায়, ইফতারের আগ মুহুর্ত থেকে শুরু করে দীর্ঘ যানজটের ফলে সময় মতো অনেকেই ইফতার করতে পারেননি। 

এদিকে নগরে বাহিরে থেকে আসা গাড়ি যত্রতত্র পার্কিং ও পর্যাপ্ত পরিমাণ পার্কিং ব্যবস্থা না থাকার ফলে তৈরি হচ্ছে যানজট। যানজটের ফলে দৈনিক আয়ে ভাটা পড়েছে গাড়ি চালকদের; যার মধ্যে সিনএজিসহ রিকশা চালকরা পড়েছেন বিপাকে। 

সুমন মিয়া নামের রিকশা চালক বলেন, ‘প্রতিদিন যে দীর্ঘ যানজট তৈরি হয়, এতে করে যানজটে অর্ধেক সময় মরে যায় বেশি আয় করতে পারছি না। যদি যানজট কিছু কম থাকতো তাহলে আমাদের দুয়েক টাকা আয় করা সম্ভব হত।’ 

রমিজ উদ্দিন নামের পথচারী বলেন, ‘জিন্দাবাজার থেকে আম্বরখানা যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা লেগে যায় যানজটে। তাই পায়ে হেটে রওয়ানা দিয়েছি। ট্রাফিক নিয়ম মানেন না অনেকেই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×