চট্টগ্রামে সেই ভাইরাল ভিডিও দেখে ছিনতাইকারী ধরল পুলিশ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৫ পিএম, ২৩ মার্চ ২০২৫

চট্টগ্রাম সিটিতে ছিনতাইয়ের এক ভিডিও শনিবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ওই দৃশ্য দেখে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটির পাঁচলাইশ থানা পুলিশ।
রোববার (২৩ মার্চ) ভোররাতে হামজারবাগ এলাকা থেকে ঘটনার মূল হোতা মো. শাকিল আহম্মদ সাজুকে (৪৮) গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই ঘটনায় জড়িত আরেক ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দুই আসামিকে চিহ্নিত করে অভিযান চালিয়ে শাকিল আহম্মদ সাজুকে গ্রেফতার করা হয়। পরে সকালে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন ভিকটিম। মামলায় গ্রেফতার সাজুকে আদালতে পাঠানো হয়েছে।’
গ্রেফতার শাকিল আহম্মদ সাজু হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সোলাইমান। পলাতক আরেকজন মো. আলমগীর (৪৫)। তিনি সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে। তার বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।
পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর দেড়টার দিকে ভিকটিম রিকশায় চড়ে নন্দনকাননের বাসায় ফিরছিলেন। পথে ষোলশহর ২ নম্বর গেট এলাকায় দুই ছিনতাইকারী ধারালো ছোরার ভয় দেখিয়ে পকেটে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেন। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান।
ওই ছিনতাইয়ের ঘটনা স্থানীয় এক চিত্র সাংবাদিকের মোবাইলে ধরা পড়ে। পরে মোবাইলে ধারণ করা ছিনতাইয়ের দৃশ্য ওই সাংবাদিক তার ফেসবুকে পোস্ট দিলে সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এতে টনক নড়ে পুলিশের। পরে ছিনতাইয়ে জড়িত দুই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ। এরপর রোববার ভোররাতে অভিযান চালিয়ে শাকিল আহম্মদ সাজু নামে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।