চট্টগ্রাম শিশু বিকাশ কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪০ পিএম, ২৪ মার্চ ২০২৫

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম পরিচালিত নগরীর হামজারবাগস্থ শিশু বিকাশ কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৪ মার্চ) একাডেমিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো. মঈন উদ্দিন আহমেদ।
শিশু একাডেমি চট্টগ্রাম ও শিশু বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেষে শিশু বিকাশ কেন্দ্রের ৮৫জন নিবাসী শিশুর মাঝে ঈদের নুতন পোষাক বিতরণ করেন মো. শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঈদের আনন্দ সবার জন্য। ঈদ উপলক্ষে সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের মাঝে নতুন পোষাক বিতরণ করা একটি অন্যরকম আনন্দ। আমরা সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। এ জন্য শিশু একাডেমি চট্টগ্রাম পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে নিবাসী শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণের আয়োজন।’