স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিন চেয়ে জেলহাজতে বাদী
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০৫ পিএম, ২৪ মার্চ ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আসামির জামিন চাওয়ায় বাদীকে হাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটেছে। পাঁচ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে মুক্তি পান মামলার বাদী, হাটহাজারী থানার চন্দ্রপুর গ্রামের তসলিমা বেগম। গত বছরের ৩১ আগস্ট হাটহাজারী থানায় মামলা দায়ের করেন তিনি। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট তাঁর স্বামী জামাল মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
আদালত সূত্র জানায়, তসলিমার মামলায় আবুল মনসুর ও হাসান নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আবুল মনসুর হাটহাজারীর ধলই ইউনিয়নের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে হামলারও শিকার হয় পুলিশ। সোমবার তাদের জামিন শুনানির সময় আসামিদের জামিনে আপত্তি নেই বলে জানান বাদী তসলিমা বেগম। এর আগে আবুল মনসুর ও হাসানসহ আরও ৩১ আসামি ঘটনার সঙ্গে জড়িত নয় বলে আদালতে হলফনামা জমা দেন তিনি।
শুনানির সময় বিচারক বাদীর কাছে জানতে চান, মামলা করলেন কেন? আবার ৩১ আসামির নামে হলফনামা দিলেন কেন? এখন জানালেন জামিনে আপত্তি নেই। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টা হাজতবাসের পর ভবিষ্যতে আর এই ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন বাদী। পরে আদালত তাকে ছেড়ে দেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘হাটহাজারীর একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও হাসানের জামিনের আবেদন করা হয় জেলা ও দায়রা জজ আদালতে। কয়েক মাস আগে এই দুইজনসহ ৩১ জন আসামি ঘটনায় জড়িত নন দাবি করে হলফনামা দেন বাদী তসলিমা আক্তার। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানো আদেশ দেন।’