১০ ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ


Jan 2025/Feb 2025/image_174773_1742853049.webp

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইয়েমি জাহিলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম-খুন, হত্যা-নিপীড়ন আর নির্যাতন হতো, ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলেও সব অপকর্ম হয়। ১০ ফেরাউনকেও যদি একত্র করা হয়, তা-ও শেখ হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না।

সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ মাঠে এনসিপির আয়োজনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ সব পেশাজীবীর সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

হাসনাত সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন, আপনি যদি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে এবং এখন যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন, আমরা তাদের শত্রু মনে করব।

কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতাকর্মীসহ বিএনপি, জামায়াত, হেফাজতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×