চট্টগ্রামে পাহাড়ে আগুন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৩০ এম, ২৫ মার্চ ২০২৫

চট্টগ্রাম নগরের লালখানবাজারে টাংকির পাহাড়ে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে অনেকগুলো বসতঘর পুড়ে গেছে। এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাহাড়েও আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত নয়টার দিকে টাংকির পাহাড়ে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
টাংকির পাহাড়ের বাসিন্দা মো. রুবেল জানান, টাংকির পাহাড়ের নানা বাগান সাদেকের বাড়িতে আগুন লাগে। এতে ১৫-২০টি ঘর পুড়ে গেছে। সেখানে বেশ কয়েকটি বেড়ার ও সেমিপাকা ঘর ছিল। কোনো একটা ঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দিগ্বিদিক ছুটতে থাকেন স্থানীয়রা। পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, ‘তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহত নেই।’
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি পাহাড়ে আগুন লাগে সন্ধ্যায়। সাড়ে ছয়টার দিকে মেডিকেল কলেজের ছাত্রাবাসের পেছনের পাহাড়ে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে দুইটি ইউনিটের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে। তদন্ত করে আগুনের কারণ বের করা হবে।