পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন ৭২ কর্মকর্তা-কর্মচারী
- নাটোর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২০ পিএম, ২৫ মার্চ ২০২৫

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পৌরসভা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা দুঃখ প্রকাশ করেন।
চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময় নিয়ম ভেঙে টায়ার জ্বালিয়ে পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়। এর পর সাত মাসের বেতন পেলেও আন্দোলনের ধরন ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন।
পৌর কর্মচারীরা নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান। পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সত্যিই অনুতপ্ত হয়ে থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।