নিক্সন চৌধুরীর সহযোগী কাওসার গ্রেফতার
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:১৪ এম, ২৬ মার্চ ২০২৫

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী কাওসার আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন তসলিম বিশ্বাস নামে আরও একজন।
গ্রেফতার কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার দুলাল আকন্দের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় মামলা হয়। যে মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।