ষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে


March 2025/Lakshmipur BNP.jpg

‘আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দূর্নীতির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে পাচার করা টাকায় তারা এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল। খুনি হাসিনা বিএনপিকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় সে নিজেই শেষ হয়ে গেছে। দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।’

সাবু বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই কাজটি সহজ ছিল না। স্বৈরাচারীদের বিদায় করতে আমরা গত ১৫-১৬ বছর আন্দোলন করেছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন হয়েছে। তাই দেশের স্বার্থে আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, জেলা মহিদলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমী।
 
পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×