নওগাঁয় পান খাইয়ে ৬ শ্রমিককে অজ্ঞান, সর্বস্ব লুট


MARCH NAEEM 2ND/b075a89c3c1a1b42d9d4fd3c75da90f5c429358ab7c743c4.jpg

ঢাকা থেকে রংপুরের বাড়ি ফেরার পথে পান খাইয়ে ছয় নির্মাণ শ্রমিককে অজ্ঞান করে সব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সকালে নওগাঁর বরুনকান্দির একটি  ফিলিংস্টেশন থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, ওই শ্রমিকদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায়। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন তারা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফেরার জন্য মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টায় ঢাকার গাবতলীতে একটি ট্রাকে ওঠেন। এরপর সেখানে তাদের পাউরুটি ও পান খেতে দেন ট্রাকের হেলপার। খাওয়ার পর থেকে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। সংজ্ঞাহীন অবস্থায় তাদের ভোরে নওগাঁয় ফেলে চলে যায় ট্রাকটি। তাদের কাছ থেকে দুর্বৃত্তরা নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুজার গাফফার জানান, আহতদের অতিমাত্রায় চেতনানাশক দেয়ার ফলে তাদের জ্ঞান ফিরতে ২০ থেকে ২২ ঘণ্টা লাগতে পারে।

নওগাঁ সদর মডেল থানার থানার ‍উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×