পুলিশ বক্সে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় ছাত্রলীগ নেতা আটক
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২৫

চট্টগ্রামে পুলিশ বক্সে জয় বাংলা লেখায় মীর সাদ মাহমুদ নামে ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি সাতকানিয়া জাফর আহমদ কলেজের ছাত্রলীগের কমিটির সদস্য। চন্দনাইশ গাছবাড়িয়ায় তার বাড়ি।
পুলিশ জানায়, গত বছরের ১৪ ডিসেম্বর নগরের বহদ্দারহাট পুলিশ বক্সে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখেন মীর সাদ মাহমুদ। এ ছাড়া তিনি ছাত্রলীগের পক্ষ থেকে নগরের বিভিন্ন স্থানে ইফতারসামগ্রী বিলি ও নিজের ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচারও করে আসছেন।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ছাত্রলীগ নেতা মীর সাদ মাহমুদকে আটক করা হয়েছে। তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।