তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে : নাসীরুদ্দীন পাটওয়ারী


MARCH NAEEM 2ND/chandpu.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। আগামীতে যে ইলেকশন হবে, সে ইলেকশনে তরুণদের জয় হবে। তরুণরাই পার্লামেন্টে যাবে, তাদের ভয় দেখিয়ে লাভ নেই। কেউ বাধা সৃষ্টি করলে তরুণরা রক্ত দিয়ে হলেও সে বাধা অতিক্রম করবে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কালীবাড়ি প্রাঙ্গণে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাত মাসে মানুষ দেখছে কার পকেটে দুর্নীতির কত টাকা ঢুকেছে। টেন্ডারবাজি, সন্ত্রাসের টাকা ঢুকেছে। ভবিষ্যত বাংলাদেশে এই ধরনের টেন্ডারবাজ, সন্ত্রাসবাদের কোনো ঠাঁই হবে না।

তিনি বলেন, দেশের যতগুলো রাজনৈতিক গোষ্ঠী আছে সবাই মিলে একসাথে চলবো। আমাদের একমাত্র শত্রু হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের বর্তমান যে লড়াই রয়েছে সেই লড়াই হল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে তাদের নিবন্ধন বাতিল ও আন্তর্জাতিক আদালতে সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার করা। যেন দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।‌ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই কোনো মাফিয়াতন্ত্র এই বাংলাদেশে আর চলবে না। কোনো পরিবারতন্ত্রের স্থান হবে না। সন্ত্রাসীদের জায়গা হবে না।

এনসিপির শাহরাস্তি প্রতিনিধি মো তারেক আজিজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×