বড় ভাইকে দাফনের ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন ছোট ভাই
- বাগেরহাট প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৫

বাগেরহাটের শরণখোলায় বড় ভাইয়ের দাফন শেষে ঘণ্টাখানেকের ব্যবধানে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের মৃত মো. আমির আলী হাওলাদারের ছেলে।
ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদারের (৪৮) শ্যালক মানিক শেখ জানান, মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় নিজ বাসায় মারা যান বড় ভাই লাল মিয়া হাওলাদার (৬৫)। রাত ৩টার দিকে তার মরদেহ গ্রামে আনা হয়। খবর পেয়ে বাড়িতে আসেন খুলনায় বসবাসরত ছোট ভাই জাহাঙ্গীর হাওলাদার। সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় লাল মিয়াকে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সুস্থ-স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেন জাহাঙ্গীর। সকাল ৯টার দিকে পরিবার ও গ্রামের লোকজনের সঙ্গে বসে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে আসর নামাজের পর জানাজা শেষে বড় ভাইয়ের পাশেই দাফন করা হয় ছোট ভাইকে।
স্থানীয়রা জানান, এক বছর আগে মারা যান জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী। তার দুই কন্যা সন্তান রয়েছে। পর পর দুই ভাইয়ের মৃত্যুতে শোকের মাতম চলছে ওই পরিবারে।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশফাক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের মৃত্যুশোকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।