চাঁদপুরে তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৬ পিএম, ২৬ মার্চ ২০২৫

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সন্তান। আজকে দিনটি আমাদের খুশির দিন। কারণ ১৯৭১ সালেন পরাধীনতা থেকে এদিন আমরা মুক্ত বা স্বাধীন হওয়ার ডাক দিয়েছি। মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। পৃথিবীর বুকে এই বাংলাদেশের পরিচয় তাঁরাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা সবচেয়ে সম্মানি ব্যক্তি।
আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ৩টি দিবস আছে যার অর্জন কখনো ছাড়িয়ে যেতে পারবে না। ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের শেষ দিন পর্যন্ত এই দিনগুলোকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। এই দিনগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই এবং আমরা তা করছিও না।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সবসময়ই কিছু করার চেষ্টা করেছি। তাদের জন্য আমার আরও কিছু করার আছে। তবে আমার কাছে যখনই এসেছেন, আমি গুরুত্ব দেইনি এমন ঘটনা নেই। সরকারি কর্মকর্তাদের আইনের মধ্যে থেকেই কাজ করতে হয়। কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে যতটুকু সামর্থ্য থাকবে আপনাদের পাশে দাঁড়ানোর, তা তারা করবে। একই সঙ্গে কর্মকর্তারা আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিবে এবং দিচ্ছে। আপনাদের সম্মান করতে চাই এবং করে যাচ্ছি।
জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রসঙ্গে বলেন, নিজেদের মধ্যে বিভক্তি করবেন না। কেউ কেউ ভুল করতে পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে তা ক্ষমা করে দিয়ে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক বিএম হান্নানের যৌথ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুজিবুর রহমান ও ড. কাজী হাশেম প্রমুখ।
এদিন ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন অনুষ্ঠানে সভাপতিসহ অন্যান্য অতিথিরা। এছাড়াও শুরুতে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছাও প্রদান করা হয়।