লক্ষ্মীপুরে আইএসপিএবির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৪৮ এম, ২৭ মার্চ ২০২৫

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) লক্ষ্মীপুর জেলার শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের বাগবাড়িতে অবস্থিত একটি চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজন করা হয় এই ইফতার মাহফিল।
আইএসপিএবি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রাজু হাসান, ব্যবসায়ী জাকির পাটোয়ারী, আইএসপিএবি লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল জলিল বাপ্পি, আইএসপিএবির সদস্য শাহাজালাল, মিজানুর রহমান সোহেল, বেল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মহিউদ্দিন রিপন, মানিক পাটোয়ারী, সুমন পাটোয়ারী।
অনুষ্ঠানে আইএসপিএবির কার্যনির্বাহী পরিষদ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে ইফতার ও দোয়া মাহফিলে দেশ এবং জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।