চুয়াডাঙ্গায় থেকে তিন কেজি সোনাসহ যুবক আটক
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৫ পিএম, ২৭ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় তিন কেজি ছয় গ্রাম ওজনের ৩০টি সোনার বার, টুকরাসহ আফসার আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। জেলার ভারত সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়।
আটক আফছার চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ছয়ঘড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে আটক আফসার আলীর শরীর তল্লাশি করে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার, ১৪টি সোনার টুকরা জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন তিন কেজি ছয় গ্রাম।
যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
এ ঘটনায় মামলা দায়ের ও আটক আসামিকে থানায় সোপর্দ এবং জব্দ করা সোনা ট্রেজারিতে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন বলেন জানান তিনি।