ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রি-পেইড গ্রাহকদের ডেসকোর নির্দেশনা


MARCH NAEEM 2ND/desaco.jpg

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের নির্দেশনা দিয়েছে ডেসকো। এ সময়ের জন্য প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া যে কোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তবে ঈদের ছুটিতেও রিচার্জ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ডেসকোর হটলাইন অপারেটর আরজু বলেন, গ্রাহক চাইলে যে কোনো সময় রিচার্জ করতে পারবেন। সেবা অব্যাহত রয়েছে। গ্রাহক ঈদের ছুটিতেও রিচার্জ করতে পারবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×