বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মৃত্যু


March 2025/Gas tablet.jpg

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে এই ঘটনা ঘটে। তারা দুইজন হলেন রতন কুমার রায়ের স্ত্রী ববিতা রানী (৩০) ও মেয়ে তনি রানী রায় (৭)।
 
পরিবারের সদস্যরা জানান, তারা বৃহস্পতিার সন্ধ্যার আগে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায়। অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তনিকে মৃত ঘোষণা করেন এবং ববিতা রানিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তিনিও মারা যান।
 
স্থানীয়দের অভিযোগ, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোন কাজকর্ম না করে অনলাইন জুয়া খেলতেন। সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত।
 
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, সঠিক ঘটনা উদঘাটনে তদন্ত করা হবে। দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×