গাজীপুরে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত দুই


March 2025/Gazipur accident.jpg

গাজীপুর সদর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পোল্ট্রি ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার (ফু-ওয়াং ফুড কারখানার সামনে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে পুলিশের এসআই হাবিবুর রহমান জানান।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের কনডাক্টর রাজু মিয়া (৩৫) ও পোল্ট্রি ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘মুরগী ব্যবসায়ীর একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হয়।’

‘এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।’

নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান হাবিবুর রহমান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×