সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করবে বিএনপি: হেলেন জেরিন
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৪৩ পিএম, ২৮ মার্চ ২০২৫

দুর্নীতিবাজ, চাঁদাবাজি, লুটেরা ও মানুষের সম্পদ লুন্ঠনকারীদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
বৃহস্পতিবার (২৭ মার্চ) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার কান্দি মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজৈর উপজেলার শাখার আয়োজনে ইফতার এ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় হেলেন জেরিন আরও বলেন, ‘এই দেশে যেনো আর কোন চাঁদাবাজের জন্ম না হয়। কোন দুর্নীতিবাজদের জন্ম না হয়। কোন স্বৈরাচার শাসকের জন্ম না হয়। সেই লক্ষ্যে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল কাজ করছে। এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করছে জাতীয়তাবাদি দল বিএনপি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি মহিলা দল মাদারীপুর জেলা শাখার সভাপতি লাইজু আক্তার, মহিলা দল সভাপতি প্রত্যাশি মিনু আক্তার, বিএনপির রাজৈর উপজেলা শাখার সভাপতি ওহাব মাতুব্বর, সহ-সভাপতি ছালাম মৃধা, সাধারণ সম্পাদক ইলিয়াস হাওলাদার, রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি চুন্নু মিয়া, শ্রমিক দলের সভাপতি হাসান কাজী, রাজৈর উপজেলা যুবদল নেতা খায়ের হাওলাদার, তরুণ দলের সভাপতি মো. আলী ভূঁইয়া।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন রাজৈর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক প্রত্যাশি খালেদা আক্তার।