লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আইএফআইসি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:০২ পিএম, ২৮ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদের জামায় খুশির সাজ, সবার মাঝে ছড়িয়ে যাক’-এই প্রতিপাদ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সদর উপজেলার উত্তর টুমচরে অবস্থিত জামিয়া ইসলামিয়া হিলফুল ফুজুল মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোষাক বিতরণ করা হয়।
আইএফআইসি ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. শাহাদাত হোসেন শিশুদের হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অফিসার মো. ফয়সাল, মাদ্রাসা ট্রাস্টি মো. আরাফাত হোসাইন শান্ত, সাংবাদিক সরোয়ার হোসাইন বুলবুল ও মাদ্রাসার পরিচালক নোমান সিদ্দিক।
এ নিয়ে মো. শাহাদাত হোসেন বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে ঈদের নির্মল আনন্দ শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে দেশ ব্যাপী আমাদের ব্যাংকের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইতিমধ্যে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে ঈদের নতুন পোশাক।’
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আইএফআইসি ব্যাংক সারা বছর বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।