জামিন নিয়ে সিঙ্গাপুরে পালিয়েছেন ছাত্রলীগ নেতা সজীব চন্দ্র দাস


March 2025/Sajib Chabdra Das.jpg
সজীব চন্দ্র দাস

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্টে ধরা পড়লেও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সজীব চন্দ্র দাস। রাষ্ট্রবিরোধী নাশকতার মামলায় জামিনে থাকলেও বিচারের মুখোমুখি হওয়ার আগে কীভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেশত্যাগ করল, সেই প্রশ্ন উঠেছে।

জানা যায়, রাষ্ট্রবিরোধী নাশকতার অভিযোগে অপারেশন ডেভিল হান্টে আটক হয়ে হাতিয়ার ছাত্রলীগ নেতা সজীব চন্দ্র দাস প্রায় দুই মাস কারাগারে ছিলেন। তবে বেশ কিছু দিন আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। এরপর সুকৌশলে অত্যন্ত গোপনে দেশত্যাগ করেন স্বৈরাচারের সহযোগী এই ছাত্রলীগ নেতা। পালিয়ে যাওয়ার ঘটনা জানাজানি হলে হাতিয়ায় তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, সজীব চন্দ্র দাসের চক্রের প্রতারণা ও দাপটে দ্বীপ হাতিয়ার সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ। কিন্তু তাদের দাপটে মানুষ মুখ খুলতে পারত না। সে সিঙ্গাপুর ও বাংলাদেশে উভয় জায়গায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। এছাড়াও, সিঙ্গাপুরে অবৈধ টাকা পাচারের সাথে জড়িত এবং বাংলাদেশ নিষিদ্ধ লীগ সংগঠনের একজন সক্রিয় সদস্য। তিনি জামিন পেয়ে সিঙ্গাপুর পালিয়ে গিয়ে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। সেজন্য তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। সে যেন অন্য কোন দেশে পালাতে না পারে, সেজন্য তার পাসপোর্ট ব্লক করে দিতে হবে।

শাহীনুর রহমান নামে স্থানীয় যুবক বলেন, ‘সজীব চন্দ্র দাশ হাতিয়ার ত্রাস ছিল। নদীতে ডাকাত চক্র পরিচালনা থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই, সে যা করেনি। এরপর পরিস্থিতি টের পেয়ে সে সিঙ্গাপুর পালিয়ে গেছে। এমনকি সিঙ্গাপুর ও বাংলাদেশ উভয় জায়গায় অসংখ্য মেয়েদের জীবন নিয়ে খেলা করে এবং সেইসব মেয়েদের জীবন নষ্ট করে দিয়েছে। এমন অনেক ভুক্তভোগী নারী হাতিয়ায় এসে অভিযোগ করেছে।’

এসব অভিযোগের বিষয়ে সজীব চন্দ্র দাসের সাথে একাধিকবার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×