মির্জাপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু


Jan 2025/Feb 2025/death-1743174778.webp

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এলাকাবাসীর গণপিটুনির শিকার হয়ে মনির মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মনির মোল্লা ওরফে আবুল মোল্লা আকু (৪০) পাবনার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ১২-১৪টি মামলা রয়েছে।

চুরির চেষ্টা হওয়া বাড়ির বাসিন্দা দেওয়ান মো. মিলন বলেন, রাত ৩টার দিকে ৩-৪ জন চোর আমাদের গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করছিল। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তুলেন। এরপর তারা চোর চোর বলে চিৎকার আমিও ঘর থেকে বের হই। এসময় চোরদের সবাই দৌড়ে পালিয়ে যেতে পারলেও মনির মোল্লা এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়। 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×