ময়মনসিংহে বহুতল ভবন থেকে ‘লাফিয়ে পড়া’ তরুণীর পরিচয় মিলেছে
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:২৯ পিএম, ২৮ মার্চ ২০২৫

ময়মনসিংহে নগরীর ১৩তলা বিশিষ্ট বনানী টাওয়ারের ছাদ থেকে পড়ে মারা যাওয়া তরুণীর পরিচয় মিলেছে। তার নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্রের মেয়ে। একা ময়মনসিংহ মুমিনুন্নিছা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একা ভদ্র নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত পরে জানা যাবে।
একার ফুপু রিতা ভদ্র জানান, ২ ভাইবোনের মধ্যে একা ছোট ছিল। সে খুব মেধাবী ছাত্রী ছিল। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা ধারণা করতে পারছি না।
এদিন দুপুর ১টা ১৪মিনিটে বর্ণালী টাওয়ারের ছাদ থেকে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়।