সেহরি-ইফতার একসঙ্গে করার পর চার শিশুকে নিয়ে পালালেন নারী, পরে আটক
- রংপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৩৪ পিএম, ২৯ মার্চ ২০২৫

রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের তপোধন এলাকা থেকে নিখোঁজ ৪ শিশুকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ পাচারকারী দলের নেতা আদুরি বেগমকে (৪০) আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।
পুলিশ জানায়, আটক আদুরি বেগমের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকায়। তার স্বামীর নাম মনসুর আলী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন মহল্লা থেকে চার শিশু নিয়ে এক নারী নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও ৪ শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের অভিভাবকরা। ইফতারের পরপরই নিখোঁজ শিশুদের অভিভাবকরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্ধান করতে থাকে।
পুলিশ রংপুর রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাত ১১টার দিকে পুলিশ জানতে পারে চার শিশুকে নিয়ে এক নারী রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছে। পরে সেখান থেকে অপহৃত ৪ শিশুসহ আদুরি বেগমকে আটক করে পুলিশ।
এদিকে নিখোঁজ হওয়া ৪ শিশুর স্বজনদের একজন মহিমা বেগম জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আদুরি বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় চান। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন ওই নারী এবং সেহরি করেন। শুক্রবার তিনি সারা দিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনও একসময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এ সময় সন্তানদের না পেয়ে স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেন।
এদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, ‘আমরা ৪ শিশুসহ আদুরি বেগম নামে এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।’
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, নারী পাচারকারী আদুরি বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ৪ শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।