গাজীপুরে ঈদের আগে ছাঁটাই, শ্রমিকদের মহাসড়ক অবরোধ


March 2025/Gazipur strick labourer.jpg

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন বাইমাইল এলাকায় একটি কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে চাকরিচ্যুতরা।

শনিবার (২৯ মার্চ) সকালে স্ট্যান্ডার্ড ইস্টিস ওভেন কারখানা শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেন বলে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ‘ছাঁটাইয়ের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা শনিবার সকালে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।’

এ সময় প্রায় আধাঘন্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘ওই কারখানার শতাধিক শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।’

‘একপর্যায়ে কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।’

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, ১০১ জনকে চাকরিচ্যুত করা হয়। এ খবর পাওয়ার পর শ্রমিকরা বিক্ষোভ করে সড়কে নামেন। পরে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×