পাউবোর পুকুর থেকে মাছ ধরায় বিএনপি নেতা বহিষ্কার
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৫

জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পুকুরের মাছ ধরার অভিযোগে ওয়ার্ড বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) ভোরে শহরের ফুলবাড়িয়া এলাকার জেলা পানি উন্নয়ন বোর্ডের পুকুর থেকে মাছ ধরার ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নেতার নাম এসএম আপেল মাহমুদ। তিনি জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
শনিবার সন্ধ্যায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ এস.এম আপেল মাহমুদকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে দলীয় সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান করা হলো।’
জেলা পাউবো সূত্রে জানা গেছে, শনিবার ভোরে জেলেসহ ১০ থেকে ১২ জন লোক নিয়ে বিএনপি নেতা আপেল মাহমুদ পাউবোর পুকুরে জাল টেনে মাছ ধরতে যান। এ সময় পাউবোর কয়েকজন কর্মচারী তাদেরকে মাছ ধরতে নিষেধ করেন। তাদের নিষেধ উপেক্ষা করে আপেল মাহমুদ মাছ ধরতে থাকেন। উপায় না পেয়ে পাউবোর কর্মকর্তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বিএনপি নেতা আপেল মাহমুদ মাছ ধরে নিয়ে সটকে পড়েন।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, সকালে শুনি আপেল নামের ওই ব্যক্তি পুকুরে জাল দিয়ে মাছ ধরেছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল। কিন্তু এর আগেই তারা মাছ ধরে নিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।
বিষয়টি জানার জন্য বিএনপি নেতা আপেল মাহমুদের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তার মন্তব্য নেওয়া যায়নি।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, পুকুরে মাছ ধরার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।