বিএনপিতে কোন চাঁদাবাজের জায়গা হবে না: আসলাম মিয়া


March 2025/Aslam Mia.jpg

কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বলেছেন, ‘বিএনপিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। আমাদের নেতা দেশানায়ক তারেক রহমান বলেছেন কোনো চাঁদাবাজের জায়গা বিএনপিতে নেই। বিএনপির কোনো কর্মী যদি চাঁদাবাজি, দখলবাজির সঙ্গে জড়িত থাকে তাকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকব। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব।’

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে চন্দনী, মিজানপুর ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আসলাম মিয়া আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত, নিষ্পেষিত ছিলাম। উন্মুক্ত স্থানে কোনো প্রোগ্রাম করতে পারিনি। আল্লাহ তাআলার অশেষ রহমত গত ৫ তারিখের পরে আমরা উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করতে পারছি। আর এই সুযোগটা করে দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এ দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। শেখ হাসিনা তার দোসরদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। আমরা এখন ২৪ এর স্বাধীন বাংলাদেশে অবস্থান করছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। আমরা তাদের কাছে দাবি করতে চাই দ্রুত সংস্কার করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুন। দেশের গণতান্ত্রিক সরকার এখন একটি সময়ের দাবি।’

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবুর রহমান শেখের সঞ্চালনায় রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক শিকদার, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম, রাজবাড়ী পৌর বিএনপির সদস্য কাজী আরাফাত হোসেন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সভাপতি গোলাম কাশেম, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ উপস্থিত ছিলেন। দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×