জুলাই গণ-অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি ব্যর্থ: নাছির
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫২ পিএম, ২৯ মার্চ ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্রদের গঠন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাছির বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে, তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।’
তিনি আরো বলেন, ‘নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদের এক ধরনের চাঙা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌতে তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ-আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে-ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসন ভাগাভাগি এবং নির্বাচনে কীভাবে জয়লাভ করবে, সেসব বিষয়ে নেগোসিয়েশন করছে।’
ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সঙ্গে হওয়া উচিত।’