গাজীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৫
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:৪২ পিএম, ৩০ মার্চ ২০২৫

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বন বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহনী।
রোববার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর দুই দফা হামলা চালায় দখলকারীরা। এতে বন বিভাগের অন্তত ৫ জন আহত হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং হামলায় ব্যবহার করা একটি প্রাইভেটকার জব্দ করেছে যৌথবাহিনী।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকাল ৯টা থেকে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় ঈদের আগের দিন বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে দখলকারী ও স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সিনাবহ -কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে। একপর্যায়ে বন বিভাগের কর্মচারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে যৌথবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরের দিকে হঠাৎ একটি প্রাইভেটকার যোগে কয়েকজন যুবক এসে বন কর্মকর্তাদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা করে। এতে বন বিভাগের অন্তত ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাইভেকারটি জব্দ ও প্রাইভেটকার চালক ও এক নারীকে আটক করে যৌথবাহিনী। অভিযানে একটি ডুপ্লেক্স বাড়িসহ শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।