নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটিয়ে খুন


March 2025/Abullah Al Mamun.webp
আব্দুল্লাহ আল মামুন

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (৩০ মার্চ) বিকেলে লোহাগড়া পৌর এলাকার লক্ষ্মীপাশা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় গোপিনাথপুর এলাকার তাহের শেখের ছেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত মামুন উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লোহাগাড়ার লক্ষ্মীপাশা কাঁচা বাজারে আলু কিনতে ইদ্রিস মিয়ার দোকানে যান। সেখানে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করেন ইদ্রিস মিয়া। এতে তিনি মাটিতে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×