চট্টগ্রামবাসীকে মেয়র শাহাদাতের ঈদের শুভেচ্ছা, হেলদি সিটির গড়ার প্রত্যাশা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সোমবার (৩১ মার্চ) জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শাহাদাত হোসেন।
এ সময় তিনি বলেন, ‘ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সকলে মিলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করি।’
নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, ‘আপনারাই আমাদের শক্তি। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারবো। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভ কামনা।’
এ বছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘গত ১৬ টি বছরের আনন্দ থেকে এবারের ঈদের আনন্দ ভিন্ন। কারণ গত ঈদগুলোতে একটা দল কিন্তু সমাজের একটা বিশাল অংশকে বিভিন্ন হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে ঈদ পর্যন্ত করতে দেয়নি। তাদের পরিবারে ঈদের কোন আনন্দ ছিল না। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে, সবাই মিলে কিন্তু ঈদ করছে। তারা কিন্তু নির্ভিঘ্নে ও নিশ্চিন্তে তারা আজকে ঈদ করছে। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’