নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬


March 2025/Nator clash.jpg

নাটোরের লালপুরে ঈদ উপলক্ষে মেলার লটারি বিক্রি নিয়ে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের ৬ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় চংধুপইল ইউনিয়নের বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) দিনগত রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানায়, লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বাওড়া রেল ব্রিজ এলাকায় ঈদ উপলক্ষে স্থানীয়ভাবে মেলার আয়োজন করা হয়। সোমবার বিকেলে মেলার লটারির টিকিট বিক্রি নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের আত্মীয় ইসলামপুর গ্রামের নাহিদসহ কয়েকজন চংধুপইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুলহাসের আত্মীয় রাফি, অন্তর ও শিশিরকে মারধর করে। এ ঘটনার জেরে রাত সোয়া ১১টার দিকে আব্দুলপুর কদমতলা এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ৬ জন আহত হয়। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয় ইউনিয়ন বিএনপির কার্যালয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ ঘটনায় কোনোপক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×