পলাশে দুই ভাইকে পিটিয়ে খুন: গ্রেফতার ৩


March 2025/Rakib Sakib.jpg
পিটিয়ে হত্যা করা রাকিব ও সাকিব।

নরসিংদীর পলাশে রাকিব ও সাকিব নামের দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) রাত থেকে মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ‘দুটি গ্রাম পাশাপাশি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তাদের মধ্যে একটা মনোমালিন্য থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। এর মধ্যে আরও কোনো ইন্টারনাল বিষয় আছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি।’

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভাগদী এলাকার পাভেল, খবির ও উসমান।

এর আগে ঈদের দিন সোমবার সকালে ব্যাটারি চোর সন্দেহে হিমেল নামের এক যুবককে পিটুনি শুরু করে ভাগদী এলাকার কিছু লোক। হিমেল দেখতে অনেকটা চাচা নাজিমউদ্দিনের চেহারার মতো হওয়ায় চাচা পিটুনির শিকার হচ্ছে- এমন খবরে সেখানে যান দুই ভাই রাকিব ও সাকিব। পরে হিমেলকে গণপিটুনি দেয়ার দৃশ্য দেখে তাকে মারধর না করে আইনের হাতে তুলে দেয়ার অনুরোধ করেন তারা।

এ সময় অনুরোধ না শোনায় মারধরে জড়িত পাভেলসহ অন্যদের উদ্দেশে রাকিব গালি দিলে তর্কবিতর্ক হয়। খবর পেয়ে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ মারধরের শিকার হিমেলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

পরে ঘটনাটি মীমাংসার জন্য সন্ধ্যায় ডেকে নিয়ে যাওয়া হয় রাকিব ও সাকিবসহ অন্যদের। এ সময় উভয় পক্ষের মধ্যে আবারও তর্কবিতর্কের একপর্যায়ে পাভেলসহ অন্যদের গণপিটুনিতে আহত হন করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের দুই ছেলে রাকিব ও সাকিব। গুরুতর আহতাবস্থায় সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

রাকিব ও সাকিবের বাবা আশরাফ উদ্দিন বলেন, ‘পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে আমার দুই ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছেলেদের প্রাণভিক্ষা চাইলেও তারা শোনেনি। আমার এক ছেলে একটু পানি চাইলে একজন মুখে প্রস্রাব করে দেয়। উল্টো আমাকে ও আমার স্ত্রীকেও মারধর করে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×