কোটচাঁদপুরে বাওড় ইজারাদারের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ


March 2025/Office vandalism.jpg

বাওড়ের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়ার দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজারাদারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইজারাদারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মৎস্যজীবী হালদার সম্প্রদায়।

হামলাকারীরা মাছের খাবার ও কার্যালয়ের জিনিসপত্র লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়ে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে জয়দিয়া বাওড় পুনরায় ইজারা না দিয়ে স্থানীয় মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের নিয়ন্ত্রণে দেওয়ার দাবিতে বাওড় পাড়ে বিক্ষোভ করেন মৎসজীবীরা। বিক্ষোভের এক পর্যায়ে বাওড়ের বর্তমান ইজারাদার রামচন্দ্রপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি কার্যালয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় ইজারাদারের নৌকাসহ অফিসে ভাঙচুর চালানো হয়। অগ্নিসংযোগ করে মাছের খাবার, ওষুধ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটে।

এ সময় বাওড়ের পাশে থাকা ইজারাদারের অফিসের নিরাপত্তাকর্মীসহ ৩ জনকে পিটিয়ে আহত করেন বিক্ষুব্ধরা। আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিক্ষুব্ধ মৎসজীবীরা হামলা চালিয়ে দুটি নৌকা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় ইজারাদার কোটচাঁদপুর থানায় এজাহার দায়ের করেছেন বলে জেনেছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×