কেরানীগঞ্জে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ


April 2025/Jorip Ali.webp
জরিপ আলী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জরিপ আলী (৫৫) নামে ডেকোরেটর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া মিনার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত জরিপ আলীর বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায়। তার বাবার নাম মৃত মো. ইদ্রিস আলী। জরিপ আলী ইকুরিয়া বাজারে মনিহার ডেকোরেটরের মালিক ছিলেন।

এদিকে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার মাঝরাতে দক্ষিণ কেরানীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি ‘জরিপ বাহিনীর’ সহযোগী মকবুল হোসেন, ইয়াজুল মিয়া ও মুজাহিদ হোসেনের বিচারের দাবিতে মিছিল করেছেন স্থানীয়রা।

নিহত জরিপ আলীর মেয়ের জামাই মো. বিশাল মিয়া বলেন, ‘শুক্রবার (২৮ মার্চ) জুমার নামাজের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জরিপ আলীর ভাতিজা স্বজল ও আল-আমিনকে মারধর করে সন্ত্রাসী ‘জরিপ বাহিনীর’ সদস্য মকবুল, ইয়াজুল ও মুজাহিদ। এই ঘটনাটি মীমাংসার জন্য বুধবার রাত সাড়ে ৯টায় ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার বসে। বিচারের সময় সন্ত্রাসী জরিপ বাহিনীর লোকজন দিয়ে বাঁশ দিয়ে আমার শশুরকে আঘাত করে। এসময় সে গুরুতর আহত হয়। তাকে ইকুরিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পুলিশ খবর পেয়ে জরিপ আলীর মরদেহ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জরিপ বাহিনীর বিরুদ্ধে ইকুরিয়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন শত শত নারী পুরুষ। সন্ত্রাসী জরিপের বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, জমি দখল, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘ইকুরিয়া মিনার মসজিদের সামনে বিচার চলাকালীন সময় দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা হয়। একপর্যায়ে একপক্ষ বাঁশ দিয়ে জরিপ আলীর ওপর আঘাত করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এই ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×