ব্রাহ্মণবাড়িয়ায় তারাবি নামাজের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১২


April 2025/Tarabir namaz clash.jpg

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের তারাবি নামাজের টাকা তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

আখাউড়ায় মসজিদে রমজান মাসের হাদিয়া উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে
 
বুধবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।  
 
আহতরা হলেন কবির আহমেদ, শরীফ, রবিউল্লাহ, রাজু সজিব, জীবন, জয়নাল, ফোরকানসহ ১২ জন। এদের মধ্যে ছয়জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা গ্রামের শাহী মসজিদের তারাবি নামাজের হাদিয়ার টাকার হিসাব নিয়ে জীবন মিয়া ও শরীফ মিয়ার মধ্যে মঙ্গলবার রাতে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আজ সকালে শরীফ মিয়াকে দোকানের সামনে পেয়ে জীবন মিয়া আবারও তর্কে জড়ান। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন।
 
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার লুৎফুর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে ১২ জন রোগীকে নিয়ে আসেন স্বজনরা। বেশিরভাগের মাথায় আঘাত রয়েছে। এদের মধ্যে ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।’
 
জানতে চাইলে শাহী মসজিদ কমিটির সদস্য আব্দুল গফুর বলেন, ‘জীবন মিয়া মুসল্লিদের কাছ থেকে রমজানের হাদিয়া ওঠান। শরীফসহ আরও কয়েকজন যুবক মসজিদ কমিটির সেক্রেটারির কাছে বিষয়টি জানতে চান। এ ঘটনা থেকেই মারামারি হয়েছে।’
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘এ বিষয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি মসজিদের টাকার তোলার ঘটনাকে কেন্দ্র দুইপক্ষের মারামারি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×