টিকটক ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যুর অভিযোগ


MARCH NAEEM 2ND/tiktok.jpg

বাসার ছাদে টিকটিক ভিডিও করতে গিয়ে সিলেটের দক্ষিণ সুরমায় ভবনের ছাদ থেকে পড়ে সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় সাকিবসহ কয়েকজন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে ধরাধরপুর এলাকায় দোতলা একটি বাসার ছাদে ওঠেন। ভিডিও করার সময় অসাবধানতাবশত সাকিব নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী জানান, ছাদের ওপর কয়েকজন বন্ধুর সঙ্গে টিকটিক করার সময় সাকিব নামের এক যুবকের অসাবধানতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×