শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র বাড়িতে অভিযান, বাবা-ভাইসহ আটক ৪


April 2025/Granade Babu.jpg

খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী র‌নি চৌধুরী ওর‌ফে বাবু ওর‌ফে গ্রেনেড বাবু ও তার সহযোগীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও নগদ ৩৮ লাখ টাকা জব্দ করেছে যৌথবাহিনী। এ সময় তার বাবা ও ভাইসহ চারজনকে আটক করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে খুলনা সিটির শামসুর রহমান রোডের দুইটি বাড়ি থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
 
আটক ব্যক্তিরা হলেন গ্রেনেড বাবুর বাবা জুনায়েদ চৌধুরী মিন্টু, ভাই ভাই রাব্বি চৌধুরী, সুমন ও আরাফাত।
 
পুলিশ জানায়, গ্রেনেড বাবুকে ধরার জন্য নগরীর ৭ ও ৮ নম্বর শামসুর রহমান রোডে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের বাড়িতে অভিযান চালানো হয়। তবে বাবু ও সোহাগকে পাওয়া যায়নি। ওই দুই বাড়ি থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বাইনোকুলার, এক বোতল বিদেশি মদ, নগদ ৩৮ লাখ ১৬ হাজার ৫৫৩ টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, এ ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পুলিশ খুলনার ১২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা তৈরি করে, যার মধ্যে গ্রেনেড বাবু অন্যতম।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×