চরফ্যাশনে ড্যাব নেতা ডা. মাহবুব কবিরকে আওয়ামী লীগ বলে অপবাদ


MARCH NAEEM 2ND/bhola .jpg

ভোলার চরফ্যাশনে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে বসায় হয়রানির শিকার হয়েছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহবুব কবির। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে এখন সেই ডাক্তারকে আওয়ামী লীগ করার অপবাদ নিয়ে চরফ্যাশন ছাড়তে হচ্ছে। অথচ চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখা ড্যাবের সহ-সভাপতি ছিলেন এই ডাক্তার।

জানা যায়, গত ২৩ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে ডা. মাহবুব কবিরকে খুলনার সোনাডাঙ্গায় বদলি করা হয়।

সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক হলেও চরফ্যাশন হাসপাতালের এক ডাক্তার বিএনপিপন্থী সংগঠন ড্যাব নেতাদের আওয়ামী লীগ হিসেবে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে তাকে বদলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এমন খবর জানাজানি হওয়ার পর তোলপাড় শুরু হলে চরফ্যাশন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসান ও লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহীন জানালেন ভিন্ন কথা।

লালমোহন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসান বলেন, ডা. মাহবুব কবির আওয়ামী লীগ করেন এটা ডাহা মিথ্যা কথা। স্বৈরাচারের আমলে আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা সেবা দেওয়া ছিল যেকোন ডাক্তারের জন্য চরম ঝুঁকিপূর্ণ। সেই সময়ে ডা. মাহবুব কবির আমাদের ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি কখনোই আওয়ামী লীগ ছিলেন না। আওয়ামী লীগ করলে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসতেন না। আমাদের জানামতে তিনি চট্টগ্রামে ডাক্তারদের বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নেতা ছিলেন। চরফ্যাশনে তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে সেসময় দলমতের উর্ধ্বে উঠে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন। ডা. মাহবুব কবিরের বিরুদ্ধে চালানো এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন বলেন, আওয়ামী লীগের আমলে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আমাদের ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা সেবা দিয়েছেন। আর এখন তিনি হয়ে গেছেন আওয়ামী লীগ? সেসময় বিএনপি নেতাদের মালিকানাধীন ডায়াগনস্টিক সেন্টারে বসে চিকিৎসা দেওয়া কতটুকু ঝুঁকিপূর্ণ ছিল তা আমরা জানি। বিএনপির যেকোন নেতাকর্মী এটা অনুভব করতে পারবেন। সরকারি চাকরিতে বদলি স্বাভাবিক বিষয়। কিন্তু ডা. মাহবুব কবিরকে এমন অপবাদ নিয়ে যদি চরফ্যাশন ছাড়তে হয়, সেটা হবে আমাদের জন্য লজ্জাজনক। আমরা অবিলম্বে এই বদলি প্রত্যাহার চাই।

চট্টগ্রাম মহানগর ড্যাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. হাসানুল বান্না বলেন, ডা. মাহবুব কবির ড্যাব নেতা ছিলেন। তিনি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ শাখা ড্যাবে আমার কমিটির সহ-সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগ করেছেন, এমন অভিযোগ সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা। ডা. মাহবুব কবিরকে হয়রানি করার জন্য এসব কথা বলা হচ্ছে।

এসব বিষয়ে জানতে ডা. মাহবুব কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করি নাই। এখন আমাকে বানানো হয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রামে আমি বিজিসি ট্রাস্ট কলেজ শাখা ড্যাবের সহ-সভাপতি ছিলাম।

তিনি আরও বলেন, চরফ্যাশনে তৎকালীন এমপি বছরে একবার হাসপাতাল পরিদর্শনে আসতেন। সেই পরিদর্শনের সময়কার ছবি তুলে এসব অপবাদ দেওয়া হচ্ছে। অথচ সবার ছবিই আছে সাবেক এমপির সাথে। চরফ্যাশনের মানুষকে আমি কোন দলমতের দিক থেকে দেখিনি। আমার সাথে মানুষের সম্পর্ক ছিল ডাক্তার ও রোগীর সম্পর্ক। এছাড়া আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের ডায়াগনস্টিক সেন্টারে বসায় কত চাপ সহ্য করতে হয়েছে, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সেই নেতারা সবই জানেন। অথচ বিএনপি নেতাদের ডায়াগনস্টিকে বসে এত চাপ ও বৈষম্যের স্বীকার হওয়ার পরও এখন আওয়ামী লীগ অপবাদ নিয়ে চরফ্যাশন ছাড়তে হবে, এটা কষ্টদায়ক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×