শীর্ষ সন্ত্রাসী নুর হোসেন গ্রেফতার
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৯ এম, ০৬ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম হাটহাজারী মডেল থানা পুলিশের অভিযানে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো. নুর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাত ১০টায় উপজেলার চৌধুরীহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. নুর হোসেন হাটহাজারী উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের ফতেয়াবাদ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেফতার নুর হোসেন জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা থাকার তথ্য রয়েছে। মামলাগুলোর মধ্যে মাদক আইনে তিনটি, অস্ত্র আইনে একটি, বিস্ফোরক আইনে দুটি, চাঁদাবাজির অভিযোগে একটি, চুরির অভিযোগে একটি, জালজালিয়াতির অভিযোগে একটি, অন্যান্য অভিযোগে আরও চারটি মামলা রয়েছে।