তোরা বাইরে কেন—বলে দুই সমন্বয়ককে মারধর
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২৫ পিএম, ১৮ এপ্রিল ২০২৫

গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারা হলেন- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাঈদুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন তারা। তাদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সাংবাদিকদের বলেছেন, সন্ত্রসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন। তোরা থাকবি ভিতরে। এ কথা বলে আমাদের ওপর হামলা চালায়। তারা কিল-ঘুষি, লাথি মেরে আমাদের ওপর হামলে পড়ে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করে।
তবে কারা হামলা করেছে তা নিশ্চিত করতে পারেনি দুই সমম্বয়ক। তাদের কাউকে চেনেন না বলে জানিয়েছেন।
এ ঘটনায় মামলা হবে কিনা এটা প্রক্টরের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।