
মিরপুর এলাকা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চলাচল রোববার দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, ‘মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাহির হতে তার নিক্ষেপ করায় উহা অপসারণের জন্য অদ্য দুপুর ১২:৪০ হতে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
জানা গেছে, মিরপুর এলাকায় মেট্রোরেল ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী ওভারহেড ক্যাটেনারি লাইনে একটি ডিশের কেব্ল পাওয়া গেছে। এই লাইনের মাধ্যমে মেট্রোর ট্রেনে বিদ্যুৎ সরবরাহ হয়।
ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম দুপুর পৌনে একটার দিকে জানান, ডিশের কেব্ল সরানোর কাজ চলমান আছে। তিনি বলেন, ‘আধঘণ্টার মধ্যে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু করার চেষ্টা করা হচ্ছে।’