
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি পরিত্যক্ত ভবন থেকে ২৮ বছর বয়সী মো. মামুন নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতের দিকে উপজেলার চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মামুন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে ছিলেন এবং পেশায় অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত ভবনের ভেতর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মামুনের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কি কারণে বা কী ধরনের আঘাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”