
তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রামগঞ্জ উপজেলা।
লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে মাঠে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুর পৌরসভা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
জেলা প্রশাসক বলেন, খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা যায়। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, এই খেলাকে ঘিরে মানুষের মধ্যে যে একতা ও উৎসাহ সৃষ্টি হয়, তা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের এমন উদ্যোগ তরুণদের মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কুসংস্কার থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভুমিকা পালন করবে। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতে লক্ষ্মীপুর থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের ফুটবলার বের হয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় জেলা প্রশাসক আয়োজক, প্রশাসন, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, ক্রীড়া সংগঠক আব্দুর রব শামীম, এডভোকেট মহসিন কবীর স্বপন, সিনিয়র সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান ও সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
দীর্ঘ প্রায় এক যুগ পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ১০টি দল নিয়ে ২৫ অক্টোবর শুরু হয় জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।