
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারত থেকে আনা তিনটি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিজিবি প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিজিবি মনে করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা অস্থিতিশীল করার পরিকল্পনা থাকতে পারে।
সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চকপাড়া সীমান্তের ১৮৩/৪ এস পিলার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্যরেখা থেকে ২৫ গজ অভ্যন্তরে পাগলা নদীর তীর থেকে তিনটি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
তিনি আরও জানিয়েছেন, “এক মাস ধরে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে সীমান্তে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে।”
বিজিবি কর্মকর্তা বলেন, “দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার জন্য এসব আগ্নেয়াস্ত্র ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”