
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন চলাকালীন সময়ে ২২ মাস বয়সী শিশু আব্দুর রহমান পুকুরের পানিতে পড়ে মারা যান।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে সিংগীমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার নূর নবী এর ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড় মেয়ের বিয়ের প্রস্তুতি এবং হলুদ অনুষ্ঠান নিয়ে বাবা-মা ও আত্মীয়স্বজন ব্যস্ত ছিলেন। দুপুরে কনের হলুদ অনুষ্ঠানের ভিড়ে সবাই খাবার-দাবার ও আয়োজনের তৎপরতায় মগ্ন ছিলেন। এসময় শিশু আব্দুর রহমান বাড়ির পাশের পুকুরে পড়ে যায়, যা কেউ লক্ষ্য করতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়। এরপর তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা নূর নবী বলেন, “আজ বড় মেয়ের বিয়ের হলুদ নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম, কখন যে রহমান পুকুরে পড়ে যায়, তা কেউ বুঝতেই পারিনি।” এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী জানিয়েছেন, “পুকুরের পানিতে শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”