
গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে আগুন লেগেছে।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে পলাশ মিয়ার মালিকানাধীন এই গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা উদ্যোগ নিলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, তদন্ত শেষে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।