
কুড়িগ্রামে ঘন কুয়াশা আর শীতল বাতাসে বেড়েই চলেছে শীতের দাপট।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরাঞ্চলের এই জেলা কয়েকদিন ধরে ক্রমাগত ঠান্ডার চাপে কাঁপছে। কুয়াশায় ঢেকে থাকা সকাল ও হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে চরাঞ্চলের শ্রমজীবীদের নিত্যদিনের কাজে বাড়ছে দুর্ভোগ।
যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়িচালক মো. আব্বাস উদ্দিন জানান, “দিন দিন শীত বেড়ে যাচ্ছে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে গেছে। হাত-পা বরফ হয়ে আসে।”
পাঁচগাছি ইউনিয়নের কৃষিশ্রমিক ৫৫ বছর বয়সী আব্দুল জব্বার বলেন, “এখন আমন ধানের কাজের সময়। সকাল বেলায় শীত অনেক তীব্র হয়। কিন্তু কাজ না করলে সংসার চলবে না, তাই ঘরে না থেকে বের হয়ে কাজ করছি।”
শীতপ্রবাহ মোকাবিলায় জেলার ৯টি উপজেলায় ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন। তিনি জানান, প্রতিটি উপজেলায় ৬ লাখ করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীতার্তদের জন্য কম্বল কেনা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তা বিতরণ করা হবে।
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, মঙ্গলবার জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।